বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পার্বতীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা অনুষ্ঠিত


পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
ক্রীড়ার সাথে যুক্ত থাকি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানে দিনাজপুরের পার্বতীপুরে শুরু হওয়া মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪-২৫ এর প্রথম রাউন্ডের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবারের অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও প্রকৌশলী এজেডএম আরিফুল হক রিয়েল। পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান সিয়ামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশিষ্ট ঠিকাদার মো. হান্নান আশরাফী প্রিন্স, সদস্য সচিব মো. শরিফুল ইসলাম বাবু ও মমিনপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলাম প্রমুখ। খেলায় ট্রাইব্রেকারে নীলফামারী মেহের স্পোর্টিং ক্লাব কে হারিয়ে পার্বতীপুরের যশাই মোড় খেলোয়ার কল্যান সমিতি জয়লাভ করে। আয়োজকবৃন্দ জানায়, গত ২৫ ডিসেম্বর শুরু হওয়া খেলায় পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকার ৮টি দল অংশ নিবে।

Share This