প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ২:৩৮ অপরাহ্ণ
পার্বতীপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ইটভাটাকে লাখ টাকা জরিমানা
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে অনুমোদন বিহীন ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় অনুমোদন ছাড়াই মাটি সংগ্রহ, ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের অভিযোগে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। আজ বুধবার পরিবেশ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ও পার্বতীপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার সুলতানপুরস্থ মেসার্স ফাইভ স্টার ব্রিকস কে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. রুনায়েত আমিন রেজা।
উক্ত ভ্রাম্যমান আদালত অভিযানে অনুমোদন ব্যতীত মাটি সংগ্রহ করাসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লংঘন করায় পার্বতীপুর উপজেলার সুলতানপুরস্থ মেসার্স ফাইভ স্টার ব্রিকস এর স্বত্বাধিকারী মো. নজরুল ইসলামের ইট ভাটায় এক লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ এবং নগদ আদায় করা হয়।
অভিযানে আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন পার্বতীপুর থানা পুলিশ৷ অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরিবেশের সুরক্ষার এরূপ কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়।
Copyright © 2024 Daily Deshmaa. All rights reserved.