পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে মিজানুর সিয়াম নাইট ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাতে পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের দেউল চাকলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে দেউল চাকলা হাইস্কুল মাঠে গত নভেম্বরে শুরু হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা ব্যাটারিচালিত ভ্যান ও রিক্সা ইউনিয়নের সভাপতি ও পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমান সিয়াম।
মন্মথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী রবিউল নান্নুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও বিশিষ্ট ঠিকাদার মো. হান্নান আশরাফি প্রিন্স, আব্দুল্যা সরকার, রফিকুল ইসলাম ও জুলফিকার রহমান জীবন প্রমুখ। খেলায় জেলার বিভিন্ন এলাকার ৮টি দল অংশ নেয়। শনিবার রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পার্বতীপুরের দেওয়ানী বাজার ক্লাবকে পরাজিত করে চিরিরন্দর উপজেলার রানীরবন্দর স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।