পার্বতীপুরে রেল কর্মকর্তার বিদায় সংবর্ধনা
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার (কেলোকা) বৈদ্যুতিক সাব স্টেশনের ইনচার্জ উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ রবিবার দুপুরে কারখানার মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেলোকার প্রধান নির্বাহী (সিইএক্স) মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কার্য্য ব্যবস্থাপক মো. ময়েন উদ্দিন সরদার ও কার্য্য ব্যবস্থাপক রবিউল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন, কারখানার বৈদ্যুতিক শাখার সহকারী প্রকৌশলী মো. শাহজাহান মোল্লা। সংবর্ধনা অনুষ্ঠানে কারখানার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান নির্বাহী (সিইএক্স) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিদায়ী অতিথি সাইফুল ছিলেন একজন কর্মী বান্ধব কর্মকর্তা। তিনি কেলোকার উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা তাঁকে মনে রাখতে চাই।
পরে, কর্মকর্তা কর্মচারীরা বিদায়ী অতিথির হাতে বিভিন্ন উপহার তুলে দেন।