[caption id="attachment_3151" align="alignnone" width="1000"] oppo_0[/caption]
পার্বতীপুর প্রতিনিধি
রংপুর বিভাগীয় শহর থেকে প্রকাশিত বহুল প্রচারিত সত্য সততা ও সমৃদ্ধির দৈনিক সকালের বানী পত্রিকার সাফল্যের ১ বছর ও দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) শহরের রংপুর রেলগেট (সাব-রেজিস্টার) সংলগ্ন বিশিষ্ট ঠিকাদার মো. হান্নান আশরাফি প্রিন্সের কার্যালয়ে সকালের বাণী পত্রিকার ১ম বর্ষ পূর্তি ও অগ্রযাত্রার ২য় বর্ষ উপলক্ষে কেক কাটেন পার্বতপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এ.জেড.এম মেনহাজুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশে গণতন্ত্রের বিকাশ, লালন ও পরিচর্যায় গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। সকালের বাণী এ অঞ্চলের কৃষি, অর্থনীতি, উন্নয়ন সম্ভাবনা, মানবিক, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিসহ সমাজের অসংহতি তুলে ধরবে। অবহেলিত মানুষের কথা সমাজের বিভিন্ন ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা শেষে কেক কেটে পত্রিকাটির উত্ত্বর সাফল্য কামনা করা হয়। দৈনিক সকালের বাণী পত্রিকার পার্বতীপুর প্রতিনিধি সোহেল সানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ও পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু এহিয়া, পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশিষ্ট ঠিকাদার ও পার্বতীপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. হান্নান আশরাফি প্রিন্স, পার্বতীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র মো. মঞ্জুরুল আজিজ পলাশ ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জোবায়ের হোসেন বাবু, মানবকথা ডট কমের সম্পাদক ডা. রুকুনুজ্জামান বাবুল ও দৈনিক কালবেলার পার্বতীপুর প্রতিনিধি মিলন পারভেজ প্রমুখ।