সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পার্বতীপুরে সৈয়দ রাজু স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন


পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
রংপুর বিভাগের ১৬টিম নিয়ে দিনাজপুরের পার্বতীপুর আব্দুল সাফি মেমোরিয়াল হাই স্কুল মাঠে সৈয়দ রাজু স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলা শুরু হয়েছে। শুক্রবার রাতে এ খেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন, পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ও পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমান সিয়াম।
ডেকোরেটর ব্যবসায়ী মো. আব্দুল মতিন সরকার মুকুলের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারন সম্পাদক আনোয়ারুল হক, পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও বিশিষ্ট ঠিকাদার মো. হান্নান আশরাফী প্রিন্স, সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নেওয়াজ পারভেজ শোভন, পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম বাবু, ব্যবসায়ী আব্দুল্লাহ সরকার, আরমান আলী, মোস্তাফিজুল রহমান বাবু, জাহাঙ্গীর আলম, সোহেল রানা প্রমুখ। সৈয়দ রাজু স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে রংপুর বিভাগের ১৬টিম খেলায় অংশ গ্রহন করবে বলে জানান। আগামী শুক্রবার রাতে (১৩ ডিসেম্বর) এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Share This