বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পীরগঞ্জে আকিকার দাওয়াত খেয়ে অসুস্থ শতাধিক মানুষ

কর্মস্থলে ফিরতে না পারায় চাকরি ‍নিয়ে শঙ্কায় অর্ধশত গার্মেন্টস কর্মী

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে আকিকার দাওয়াত খেয়ে শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। গত বৃহস্পতিবার (৩এপ্রিল) উপজেলার বড় আলমপুর ইউনিয়নের গাজীখাঁ (দক্ষিণ সোনারপাড়া) গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে লিটন মিয়া তাঁর ছেলের আকিকায় দাওয়াতের আয়োজন করে। ওই দাওয়াতে খাওয়ার পর থেকেই অনেকে বমি, পেটব্যথা ও ডায়রিয়ায় আক্রান্ত হয়। অসুস্থ ব্যক্তিদের মধ্যে প্রাথমিক চিকিৎসা নিয়ে বেশীর ভাগবাড়িতে অবস্থান করলেও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ভর্তি আছেন ৪০ জন।
সরেজমিন ঘুরে জানা যায়, অসুস্থদের মধ্যে অধিকাংশই ঈদের ছুটিতে বাড়িতে আসা গার্মেন্টস কর্মী। অসুস্থতার কারণে ঢাকায় ফিরতে পারছেন না তারা। ফলে চাকরি হারানোর শঙ্কায় আছেন তারা। অসুস্থ আজিজুল হক জানান, দাওয়াত খাওয়ার পর রাত থেকেই পাতলা পায়খানাসহ জ্বর। কোন ভাবেই নিয়ন্ত্রণ না হওয়ায় শুক্রবার বিকালে পরে মেডিকেলে ভর্তি হয়েছি। আমার পরিবারের ৫ জনেরই একই অবস্থা। অন্যরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। শাফিউল ইসলাম জানান, আকিকার দাওয়াত খাওয়ার পরেই রাত থেকে পাতলা পায়খানাসহ প্রচন্ড জ্বর ও বমি। আমি ঢাকায় গার্মেন্টসে চাকরী করি। দুই দিন হলো হাসপাতালে ভর্তি আছি। আজ (রোববার) থেকে আমার অফিস খোলা, অসুস্থতার জন্য ঢাকায় যেতে পারিনি। জানিনা চাকরি থাকবে কিনা।
দাওয়াত আয়োজনকারী লিটন মিয়া জানান, মানুষকে খাওয়ানোর জন্যই তো আয়োজন করেছিলাম। কিভাবে কি হলো, কিছুই বুঝতে পারছিনা। আমরা নিজেরাও অসুস্থ। তবে এটা ষড়যন্ত্রও হতে পারে। নয় তো এমনটা হওয়ার কথা নয়।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তরিকুল ইসলাম মন্ডল (রিমন) বলেন, খাবারে ফুড পয়জনিংয়ের কারণে এমনটা হতে পারে। এছাড়াও খাবারে সংক্রমিত কিছু উপাদান থাকতে পারে, যা থেকে এই সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে।

Share This