পীরগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক বিনির্মাণে ইসলামী ছাত্র শিবির পীরগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলে সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরিন এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (রংপুর-৬) মাওলানা নুরুল আমিন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইমরুল কায়েস পরাগ। বক্তব্য রাখেন শিবিরের রংপুর জেলা সভাপতি ফিরোজ আফ্রিদি, পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ ও আদর্শ শিক্ষক ফেডারেশন উপজেলা সভাপতি মাওলানা ইদ্রিস আলী প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিবিরের সভাপতি আবু সালেহ ও সেক্রেটারি আরিফ খন্দকার।