পীরগঞ্জে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
কিশোর কন্ঠ পাঠক ফোরাম পীরগঞ্জ উপজেলার উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার একযোগে ও অভিন্ন প্রশ্নপত্রে পীরগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয় কেন্দ্রে, ভেন্ডাবাড়ী উচ্চ বিদ্যালয় ও মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়সহ ৩টি কেন্দ্রে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর ১ হাজার ৬ শত শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শুক্রবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা। আগত শিক্ষক ও অভিভাবক এ বৃত্তি পরিক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করে কিশোরকন্ঠ পাঠক ফোরামের প্রশংসা করেন। অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এ ধরণের আরও আয়োজন বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।
মেধাবৃত্তি পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন জামায়াত ইসলামী রংপুর-৬ পীরগঞ্জ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মওলানা নুরুল আমিন, কেন্দ্র সচিব ও শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সেক্রেটারী প্রভাষক আরিফুল ইসলাম রাজু, পৌর জামায়াতের আমির মাহাবুবার রহমান, কিশোরকন্ঠ পাঠক ফোরামের আরিফুল ইসলাম।
