বৃহস্পতিবার, ২৪শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

পীরগঞ্জে কৃতি শিক্ষার্থীরা পেলেন ২৫ হাজার টাকার চেক ও সংবর্ধনা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে ৩৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে এ সংবর্ধনা দেয়া হয়। জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কীমের আওতায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষার ফলাফলে উপজেলার সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সম্মাননা স্মারক, সনদপত্র ও পুরস্কার দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পীরগঞ্জ সরকারী শাহ আব্দুর রউফ কলেজর অধ্যক্ষ অধ্যাপক আবু বকর সিদ্দিক সরকার, বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন, কো-অর্ডিনেটর ছিলেন পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান। এতে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন, পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাকির হোসেন। এসময় কৃতি শিক্ষার্থীদের অভিভাবক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাধ্যমিকের ১২ জন, দাখিলের ৪ জন, উচ্চ মাধ্যমিকের ১৬ জন ও আলিমের ৪ জনসহ মোট নির্বাচিত ৩৬ জন কৃতি ছাত্র-ছাত্রীকে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

Share This