মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পীরগঞ্জে পাটের দাম পেয়ে খুশি কৃষক


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে আলু চাষ করে পুজি হারানো কৃষক পাটের দাম পেয়ে কিছুটা খুশি হয়েছেন। এ পাটের বাম্পার ফলনও হয়েছে। মৌসুমের শুরুতেই সোনালি আশ পাটের দাম গত বছরের চেয়ে বেশি পাচ্ছেন কৃষকেরা। ভালো দাম পেয়ে খুশি পীরগঞ্জের পাট চাষিরা।
পীরগঞ্জ উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মওসুমে পীরগঞ্জে ২ হাজার ৩৫৫ হেক্টর জমিতে পাট চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয় । এর মধ্যে দেশী জাতের ১৩৫ হেক্টর এবং তোষা জাতের ২ হাজার ২৫০ হেক্টর নির্ধারণ করা হলেও ১৫ হেক্টর জমিতে পাটের আবাদ বেশি হয়েছে। এবার অনুকূল আবহাওয়া, উন্নত বীজ এবং কৃষি বিভাগের সহায়তায় পীরগঞ্জে পাটের ভাল ফলন হওয়ার কারণে গত বাবের চেয়ে এবারে ১৫ হেক্টর জমিতে বেশী ফলন হয়েছে। এদিকে পানি সংকট না থাকায় কৃষকেরা পাটের আঁশ ছড়ানোর ক্ষেত্রেও কোন বিড়ম্বনায় পড়ছেন না। পাটের আঁশ ছড়ানো, পাট শুকানো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। পরিবারের অন্যরা এসব কাজে সহযোগিতা করছেন। বিশেষ করে নারীদের এ কাজে দেখা গেছে। এরই মধ্যে অনেকেই ভালো দামে পাট বিক্রিও করছেন। বাজারে পাটের দাম ভালো পাওয়ায় তারা বেশ খুশি। উপজেলার কাবিলপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের পাট চাষি শাহিনুর ইসলাম ২০ শতক জমিতে পাট চাষ করে ৬ মন পাট পেয়েছেন এবং প্রতিমন ৩ হাজার ৪’শ টাকা হিসেবে ২০ হাজার টাকার বেশী বিক্রি করেছেন। পাশের হামিদপুর গ্রামের কৃষক বেলাল ৪০ শতক জমিতে পাট চাষ করে ১৩ মনের বেশী পাট পেয়ে ৪০ হাজার টাকার বেশী দামে বিক্রি করেছেন। এছাড়াও পাট কাঠি বিক্রি করেও আরো বাড়তি আয় হবে বলেও জানিয়েছেন। তারা আরো জানান, পাটের বাজার মুল্য বেশী থাকলে এ ফসল উৎপাদন বেশ লাভজনক হবে এবং চাষিরা ভবিষ্যতে পাট চাষে আরও আগ্রহী হয়ে উঠবেন।

Share This