পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে বালতির পানিতে ডুবে এগার মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জাফর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জাফর পাড়া গ্রামের শাহীন মিয়া পরিবারসহ ঢাকায় থাকেন। সম্প্রতি তিনি ঢাকা থেকে ধান কাটা মাড়াইয়ের জন্য বাড়ীতে আসেন। আজ মঙ্গলবার দুপুরে শিশু তাসফিয়াকে বাড়িতে রেখে মা সিদ্ধ ধান রোদে শুকানোর জন্য বাড়ির বাইরে যায়। পরে বাড়িতে ফিরে দেখতে পান শিশু কন্যা তাসফিয়া পানি ভর্তি বালতির মধ্যে ডুবে আছে। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় জাফর পাড়া বাজারে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।