রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পীরগঞ্জে ভ্যানের ধাক্কায় শিশু আবীরের মর্মান্তিক মৃত্যু

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে অটো ভ্যানের ধাক্কায় আবীর (৬) নামক এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকালে উপজেলার পীরগঞ্জ- খালাশপীর সড়কের জাফরপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। শিশু আবীর মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের রুবেল মিয়ার একমাত্র ছেলে। সে জাফরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের ছাত্র।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, আজ শনিবার বিকালে পীরগঞ্জ- খালাশপীর সড়কের জাফরপাড়া নামক স্থানে জাফরপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় খালাশপীর গামী একটি অটোভ্যান শিশু আবীর (০৬) কে ধাক্কা দেয়। এতে শিশুটি মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয় লোকজন শিশুটিকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নেয়ার পরামর্শ দেয়। পরে রংপুর নেয়ার পথেই শিশুটির মৃত্যু হয়। পীরগঞ্জ থানার ওসি ফারুক হোসাইন জানান, এখনো অভিযোগ পাইনি। শিশুটির পরিবারের পক্ষে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেব।

Share This