পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের তুলারামপুর গ্রামে মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মোজাহিদুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মাওলানা মোকছেদ আলী সরকার। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ও ফাউন্ডেশনের উপদেষ্টা মাসুম বিল্লাহ, উপদেষ্টা সেকেন্দার আলী, সমাজসেবক একরামুল হক, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রহমতুল্লাহ বিলাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।