পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আজিজ আকন্দ (৬০) কে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার মিঠিপুর ইউনিয়নের গোবরা কুতুবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সেনাবাহিনী ও পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সেনা কর্তৃপক্ষকে অবহিত করে যৌথ অভিযানের উদ্যোগ নেন। রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৭২ পদাতিক ব্রিগেডের ৩৪ ইস্ট বেঙ্গল (মেকাঃ) পীরগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার রাকিবুল ইসলামের নেতৃত্বে ১৮ সদস্যের সেনা টহল দল এবং পুলিশের ৬ সদস্য মিলে ওই অভিযান পরিচালনা করেন। অভিযানে আজিজ আকন্দের বাড়ি থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ টি মোবাইল ফোন, ১ টি দেশীয় চাপাতি, নগদ ৫০০ টাকা এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আজিজ আকন্দের বিরুদ্ধে থানায় চারটি মাদক মামলা রয়েছে এবং তিনি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রোববার গ্রেফতারকৃত আজিজ কে রংপুর জেল হাজতে প্রেরণ করা হবে।