সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পীরগঞ্জে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্বোধন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালিন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের নামে এ ফাউন্ডেশন গঠন করা হয়। ফাউন্ডেশনের সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পালন করছেন আবু সাঈদের দুই বড় ভাই রমজান আলী ও আবু হোসেন। রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. লুৎফর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকত আলী, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম প্রমুখ। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলামসহ অতিথিরা পীরগঞ্জের বাবনপুরে আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।

Share This