
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদ স্মৃতি হাডুডু টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পাঁচগাছি ইউনিয়নের এসোগড়ি সমাজ বহুমূখী সমবায় সমিতির আয়োজনে জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সাইফুল ইসলাম বলেন, দেশের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা পুনরুজ্জীবিত করতে এ ধরণের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে সুস্থ মন-মানসিকতা গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি যুব সমাজকে বেশি বেশি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন । শহীদ আবু সাঈদের আত্মত্যাগ স্মরণ করে তিনি আরো বলেন, তাঁর স্মৃতিকে ধরে রাখতে ও তরুণ সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই এই টুর্নামেন্টের আয়োজন গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুননবী চৌধুরী পলাশ, সাংগাঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহীনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৮টি দল অংশগ্রহণ করছে।
আয়োজকরা জানান, নক-আউট পদ্ধতিতে চলমান এই প্রতিযোগিতার ফাইনাল খেলায় বিজয়ী দলের জন্য রয়েছে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার।