পীরগঞ্জে সকালের বাণী পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠান
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে আজ শনিবার দুপুরে দৈনিক সকালের বাণী পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে। দৈনিক সকালের বাণী পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি আকতারুজ্জামান রানার তত্বাবধানে পীরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । পীরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক শাহ মো. সাদা মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল্লাহিল বাকি বাবলু, সরোয়ার জাহান, মাজহারুল আলম মিলন, বখতিয়ার রহমান, খন্দকার আল ইমরান, রেজাউল করিম, মশফিকুর রহমান পল্টন, বাদল মিয়া, শাহীনুর ইসলাম, মিফতাহুল ইসলাম, আজাদুল ইসলাম আজাদ, মোস্তফা জামান প্রমুখ। সভায় বক্তারা দৈনিক সকালের বাণী পত্রিকায় সংবাদ প্রকাশের প্রশংসা করে পত্রিকাটির সাফল্য কামনা করেন। সভার শুরুতে কেক কেটে আলোচনার সুচনা করা হয় ।