পীরগঞ্জে সমকাল প্রতিনিধিসহ ৩ সাংবাদিকের নামে মামলায় প্রেসক্লাবের নিন্দা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
দুর্নীতির রিপোর্ট প্রকাশ করায় পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকসহ ৩ সাংবাদিকদের নামে ডিজিটাল নিরাপত্তা আইন ও হয়রানি মূলক মিথ্যা মামলা করার প্রতিবাদে প্রেসক্লাবের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে।
আজ রোববার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এক সাধারণ সভায় সাংবাদিকরা ওই নিন্দা জানান। প্রেসক্লাবের আহ্বায়ক শাহ মো. সাদা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান জুয়েল, সিনিয়র সাংবাদিক সরোয়ার জাহান, সাবেক সেক্রেটারি মাজহারুল আলম মিলন, বখতিয়ার রহমান, আনজারুল হক, আব্দুল হাকিম ডালিম, সাংবাদিক মাহমুদুল হাসান, মশফিকুর রহমান, রেজাউল করিম, হাবিবুর রহমান, মোস্তফা মিয়া, মিনহাজুল মিলন, আজাদুল ইসলাম, বাদল মিয়াসহ অনেকেই।
উপজেলার চতরা ইউনিয়ন ভুমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা নুরে আলমের বিরুদ্ধে দৈনিক সমকাল পত্রিকায় “শত শত একর সরকারি জমি ব্যক্তির নামে” শিরোনামে দুর্নীতির খবর প্রকাশিত হয়। এতে ওই ভূমি কর্মকর্তা দৈনিক সমকালের পীরগঞ্জ প্রতিনিধি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিলনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। অপরদিকে উপজেলার খালাশপীর হাট এলাকার অসৎ ব্যবসায়ী বাদশা আলমগীরের বিরুদ্ধে খবর প্রকাশ করায় প্রেসক্লাবের সাংবাদিক মাই টিভির মাহমুদুল হাসান ও এশিয়ান টিভির মিনহাজুল মিলনকে মিথ্যা ও সাজানো মামলায় ফাঁসানো হয়। ওই ঘটনায় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা জ্ঞাপন করেন। পাশাপাশি অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। অন্যথায় সাংবাদিকদের পক্ষ থেকে মানববন্ধন, বিক্ষোভ মিছিল সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়