বুধবার, ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পীরগঞ্জে সাংবাদিককে মারপিটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে সাংবাদিক মিফতাহুল ইসলামকে মারপিট এবং জোর পূর্বক প্রেসক্লাবে অনধিকার প্রবেশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । আজ বুধবার বিকালে পীরগঞ্জ প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে পীরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক শাহ মো. সাদা মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাপ্তাহিক বজ্রকথার সম্পাদক ও প্রকাশক সুলতান আহম্মেদ সোনা, সাংবাদিক মাজহারুল আলম মিলন, আব্দুল হাকিম ডালিম, হাবিবুর রহমান হাবিব, বখতিয়ার রহমান, আব্দুল করিম সরকার, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, মাহমুদুল হাসান, নির্যাতিত সাংবাদিক মিফত্হাুল ইসলাম, পীরগঞ্জ বণিক সমিতির সভাপতি সাইফুল আজাদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা পীরগঞ্জ প্রেসক্লাবে অনধিকার প্রবেশ ও সাংবাদিক মিফতাহুলকে নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। প্রায় ২ ঘন্টাব্যাপী এ মানববন্ধনে পীরগঞ্জের সকল সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে বায়ান্নর আলোর পীরগঞ্জ প্রতিনিধি মিফতাহুল ইসলামকে দলবদ্ধভাবে মারপিট করে তার কাছে রক্ষিত প্রেসক্লাবের চাবি কেড়ে নিয়ে তালা খুলে হলরুমে প্রবেশ করে সংবাদ সম্মেলনের চেস্টা করেন একদল উশৃংখল যুবক। মঙ্গলবার পীরগঞ্জ পৌরসভার নিয়োগ সংক্রান্ত বিষয়ে সচেতন পৌরবাসির ব্যানারে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের কথা জানান হাবিবুর রহমান পল্টন। তিনি সংবাদ সন্মেলনের বিষয়টি সোমবার দিনভর মাইকে প্রচারও করেন। এতে সংবাদ সম্মেলনের বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত হতে পারে ভেবে প্রেসক্লাব কতৃপক্ষ প্রেসক্লাবে ভেন্যু বাতিল করে দেন। পরে সংবাদ সন্মেলনের আয়োজকরা জানান প্রেসক্লাবের পাশের খালি স্থানে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সোমবার ওই স্থানে ভোরে ময়লা ফেলে স্তুপ করে পৌরসভা। এদিকে সন্মলনের আয়োজকরা ময়লা পরিবহনের গাড়ি দিয়ে উপজেলা সদরের প্রধান সড়কে ব্যারিকেট সৃষ্টি করে। দীর্ঘক্ষণ এ অবস্থা চলার পর দুপুর ২ টায় আকস্মিকভাবে প্রেসক্লাবেই সংবাদ সম্মেলনের উদ্যোগ নেয়া হলে সাংবাদিকরা অপ্রস্তৃুত হয়ে পড়েন। এ অবস্থায় দৈনিক বায়ান্নর আলোর পীরগঞ্জ প্রতিনিধি প্রেসক্লাবে উপস্থিত হলে তার কাছ থেকে চাবি কেড়ে নিয়ে প্রেসক্লাব খোলা হয়। এ সময় মব সৃষ্টি করে মিফতাহুলের উপর আক্রমন চালিয়ে বেদম মারধর করা হয়। প্রেসক্লাবের ভিতরে অবস্থান নিয়ে সাংবাদিকদের উপস্থিতি ছাড়াই আয়োজকরা সংবাদ সম্মেলন করে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিতি হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Share This