পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে শান্তনা হিমাগার মালিকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে মাদারহাট ক্ষুদ্র আলু ও মরিচ ব্যবসায়ী সমিতি। আজ বুধবার বিকালে রংপুর-ঢাকা মহাসড়কের সয়েকপুরস্থ শান্তনা কোল্ড ষ্টোরেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আলু ব্যাবসায়ীদের সভাপতি মকবুল হোসেন, ব্যবসায়ী মিলন মিয়া, নান্নু মিয়া, তাহেরুল ইসলাম, লুলু মিয়া, রোকন মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ৩০ জন আলু ও মরিচ ব্যবসায়ী উক্ত হিমাগারে আলু ও মরিচ সংরক্ষনের মাধ্যমে ব্যবসা করে আসছেন। তারা এ ব্যবসার স্বার্থে হিমাগার কর্তৃপক্ষের কাছে প্রায় ২ কোটি টাকা অগ্রিম প্রদান করেন। এ দিকে হিমাগার কর্তৃপক্ষ ব্যবসায়ীদের অবহিত না করে তাদের হিমাগারে সংরক্ষিত সমুদয় আলু বিক্রি করে দেন। ব্যবসায়ীগণ টাকা চাইতে গেলে হিমাগার মালিক আব্দুল গফুর বিভিন্ন টালবাহনা করে সময়ক্ষেপণ, ভীতি প্রদর্শন এবং তাদের নামে থানায় গত ৬ জানুয়ারি মামলা দায়ের করেন। ভুক্তভোগীরা টাকা না পেয়ে থানায় অভিযোগ দিতে গেলে থানা অভিযোগ গ্রহণেও গড়িমসি করছে ।
এ ব্যাপারে শান্তনা কোল্ড ষ্টোরেজের মালিকপক্ষের প্রতিনিধি শরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ম্যানেজার টাকা গ্রহণ করেছে তাই আমরা ম্যানেজারের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।