
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। কমিটির সদস্যদের শপথ পাঠ করান প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক হাসান আলী প্রধান ।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান,নজামায়াত মনোনীত রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা নুরুল আমিন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাকির হোসেন, পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ, এনসিপি নেতা মাসুম বিল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহম্মেদ, কৃষি কর্মকর্তা সুমন আহম্মেদ, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান বাপ্পী, উপজেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান আনিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।