সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন

পোস্টার ছেয়ে গেছে বাজারে বইছে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ এক যুগপর আগামী ২০ জুলাই দিনাজপুরের ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ীদের মধ্যে এখন উৎসবমুখর পরিবেশ। এরই মধ্যে বাজার এলাকাজুড়ে প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। বাজারের উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের প্রচারে মুখর এখন পৌর বাজার এলাকা।
প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে রাতদিন ভোটারদের দ্বারে দ্বারে প্রচার প্রচারনা চালাতে ব্যস্ত সময় পার করছেন। শহরের পৌর বাজারসহ বিভিন্ন এলাকায় অলি-গলিতে পোষ্টার, ফেষ্টুন আর ব্যানারে ছেয়ে গেছে। চায়ের দোকান গুলোতে জমে উঠেছে আড্ডা। চলছে চুলচেরা বিশ্লেষণ- কে হবে নির্বাচিত?

নির্বাচন পরিচালনা উপ-কমিটি সূত্রে সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালে ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতি প্রতিষ্ঠা লাভ করে। এরপর ১৯৯৭ সালে নিবন্ধন প্রাপ্ত হয়। এর আগে ২০১২ সালে এই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। তারপর দীর্ঘ সময় পর আগামী ২০ জুলাই সমিতির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত ২৭ জুলাই সমিতির অস্থায়ী কার্যালয়ে তফশিল ঘোষণা করা হয় এবং গত ১২ জুলাই প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
নির্বাচনে সমিতির কার্যকরী কমিটির ১২টি পদে ৩২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় অংশ গ্রহণ করছেন। এর মধ্যে সভাপতি পদে কারুজ্জামান (চাকা) প্রতীক, মুরতুজা সরকার মানিক (আনারস) প্রতীক ও আজিজুল হক (চেয়ার) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। সহ-সভাপতি পদে আজমত আলী (কাপপিরিচ) প্রতীক, মামুনুর রশীদ (দেয়াল ঘড়ি) প্রতীক ও হারুন উর রশীদ (বাইসাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। সাধারণ সম্পাদক পদে আব্দুল কাইয়ুম (ছাতা) প্রতীক, তাজমিলুর রহমান নয়ন (শাপলা ফুল) প্রতীক, মানিক মন্ডল (হরিণ) প্রতীক, মাসুদ রানা (উড়ো জাহাজ) প্রতীক ও মহসিন আলী (মোটরসাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন। যুগ্ন-সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম (রিক্সা) প্রতীক, আবু হানিফ সরকার শাহিন (মটরগাড়ী) প্রতীক ও হুমায়ুন কবির সরকার (রিক্সা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল মতিন (টেবিল ফ্যান) প্রতীক, শাহাজান মন্ডল (টেলিফোন) প্রতীক ও মোজাফ্ফর হোসেন (দোয়াত কলম) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। দপ্তর সম্পাদক পদে বদরুজ্জামান (মোমবাতী) প্রতীক, সুমন কুমার হওলাদার (ডাব) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। সাংগঠনিক সম্পাদক পদে আরমান হোসেন (সেলিং ফ্যান) প্রতীক, সাখোয়াত হোসেন (খেজুর গাছ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।


এছাড়া প্রচার সম্পাদক পদে সৌরভ পালিত (টেলিভিশন) প্রতীক, মমিনুল ইসলাম (মাইক) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। ক্রীড়া ও পাঠাগার সম্পাদক সোহেল রানা (ক্রিকেট ব্যাট) প্রতীক, অলি উল্লাহ্ (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। কোষাধ্যক্ষ পদে দবিরুল ইসলাম চৌধুরী (তালা) প্রতীক, মাসুদ রানা (চশমা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। কার্যকরী সদস্য পদে শাহিনুর ইসলাম (দোয়েল পাখি) প্রতীক, মিন্টু কুমার পাল (টিউবওয়েল) প্রতীক, সাজ্জাদ হোসেন পলাশ (আম) প্রতীক, সুমন চন্দ্র পাল (কলস) প্রতীক ও হাসু (মই) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহবায়ক আলহাজ¦ শেখ সাবীর আলী বলেন, ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ২০ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্থানীয় ফুলকুঁড়ি বিদ্যানিকেতন স্কুলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচিত কমিটি দুই বছর কমিটি পরিচালনার দায়িত্ব পালন করবেন। সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনার জন্য পুলিশ ও আনছার মোতায়েন থাকবে, উপজেলা প্রশাসন কেও অবগত করা হয়েছে। তিনি আরও বলেন, ভোট গ্রহণের দিন বিকেল ৪টার মধ্যে ভোট কেন্দ্রের নির্ধারিত সিমানার মধ্যে প্রবেশকারী ভোটাররা ভোট প্রদান করতে পারবেন। ৪ টার পর কোন ভোটার কে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবেনা এবং ভোট প্রদান করতে পারবেন না।

Share This