খানসামা প্রতিনিধি
‘ক্রীড়াকে হ্যাঁ বলি, মাদককে না বলি’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
বাছাইকৃত ৩০ জন প্রতিভাবান খেলোয়াড়কে নিয়ে বুধবার (১ মে) বিকেলে খানসামা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও তত্ত্বাবধানে প্রশিক্ষণ মাসব্যাপী পরিচালিত হবে।
প্রশিক্ষণের উদ্বোধনী দিনে মাঠে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুজ্জামান সরকার, ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, প্রশিক্ষকগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, খেলোয়াড় ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
অনুষ্ঠানে ইউএনও কামরুজ্জামান সরকার বলেন, “খেলাধুলা শুধু শারীরিক গঠনে নয়, মানসিক বিকাশ ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই প্রশিক্ষণের মাধ্যমে খুঁজে বের করা হবে আগামী দিনের ক্রীড়া প্রতিভা। সেই লক্ষ্যে এই প্রচেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে।”
প্রশিক্ষণের শুরুতেই খেলোয়াড়দের মাঝে অনুশীলনী নির্দেশনা প্রদান করা হয় এবং ফিটনেস যাচাইয়ের মাধ্যমে কৌশলগত প্রশিক্ষণ শুরু হয়। মাসব্যাপী এ প্রশিক্ষণ শেষে মেধাবী খেলোয়াড়দের জেলা ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হবে বলে আয়োজকরা জানান।