মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রতিষ্ঠাবার্ষিকী সফলের লক্ষ্যে দিনাজপুরে পৌর বিএনপির প্রস্তুতি সভা

দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে শহরের জেলরোডে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আজ মঙ্গলবার দিনাজপুর পৌর বিএনপির ১২ টি ওয়ার্ডের নেতৃবৃন্দের সমন্বয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত প্রস্তুতি সভায় পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া -এর সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মন্ডল বকুল-এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি’র সভাপতি মো. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মো. মোকারম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক (সাময়িক স্থগিত কৃত ) বখতিয়ার আহমেদ কচি , মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মরহুম খুরশীদ জাহান হক-এর ছেলে শাহরিয়ার আক্তার হক ডন, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিন খান, তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মো. রেজাউল ইসলাম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম ও মোহাম্মদ আলী। এছাড়াও প্রস্তুতিমূলক সভায় দিনাজপুর পৌর বিএনপি’র ১২টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ সভায় বক্তব্য রাখেন।

Share This