প্রত্যেক জেলায় গঠিত হবে ‘জেলা ক্রিকেট সংস্থা’ — পঞ্চগড়ে আসিফ আকবর


পঞ্চগড় প্রতিনিধি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও এজ গ্রুপ কমিটির চেয়ারম্যান আসিফ আকবর বলেছেন, দেশের প্রতিটি জেলায় ক্রীড়া সংস্থার পাশাপাশি পৃথকভাবে ‘জেলা ক্রিকেট সংস্থা’ গঠন করা হবে।
আজ বুধবার বিকেলে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে এজ গ্রুপ ক্রিকেট ডেভেলপমেন্ট ক্যাম্পেইনের অংশ হিসেবে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ক্রীড়া সংগঠক ও ক্ষুদে ক্রিকেটারদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসিফ আকবর বলেন, “খুব শিগগিরই প্রতিটি জেলায় ক্রিকেট লীগ চালু করা হবে। ক্রীড়া অধিদপ্তরের টেন্ডারের মাধ্যমে আসা কিছু সরঞ্জাম খেলার উপযোগী নয়—এ বিষয়টি আমরা জানি। এ নিয়ে আমরা নতুন পরিকল্পনা প্রণয়ন করছি।
তিনি আরও জানান, দেশের এজ গ্রুপ ক্রিকেটে এবার প্রথমবারের মতো মাদ্রাসা শিক্ষার্থীদের যুক্ত করা হয়েছে।
তিনি বলেন, “পাকিস্তান, আফগানিস্তান ও ভারতের জাতীয় দলে অনেক খেলোয়াড় এসেছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে। আমরা চাই দেশের প্রতিটি শিশুকে মূলধারার ক্রিকেট ব্যবস্থার আওতায় আনতে।” এ ছাড়া প্রাইম ব্যাংক ক্রিকেট টুর্নামেন্টকে নতুন কাঠামোয় আনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। গত ১০ বছরে এই টুর্নামেন্টের তেমন কোনো প্রত্যাশিত ফল আসেনি। এবার আমরা স্কুল ক্রিকেটারদের ডাটাবেজ প্রণয়ন করছি,” বলেন তিনি।
আসিফ আকবর দেশের তরুণ প্রজন্মের সামাজিক সংকটের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমানে প্রায় ২৩ লাখ তরুণ মাদকাসক্ত, দেড় কোটি মানুষ দেশেই নেই—তাদের পরিবার ভোগান্তিতে আছে। দেশের প্রায় ৫ কোটি মানুষ নিষ্ক্রিয় জীবনযাপন করছে। তাই আমরা ক্লাস ফোর থেকেই শিশুদের খেলাধুলায় যুক্ত করতে চাই। বছরের অন্তত ৮ মাস দেশে ক্রিকেট কার্যক্রম সক্রিয় রাখতে চাই এবং মেয়েদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চাই।
অনুষ্ঠানে বিসিবির পরিচালক হাসানুজ্জামানসহ আরও অনেকে বক্তব্য রাখেন। জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেমের সঞ্চালনা ও সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির মেম্বার সেক্রেটারি আরমানুল ইসলাম, বিসিবি আম্পায়ার সাকির, স্থানীয় ক্রীড়া সংগঠক, ক্ষুদে ক্রিকেটার, আম্পায়ার, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা।
