প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধির বাবার ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক
দৈনিক প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি রাজিউল ইসলামের বাবা খিজিম উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর এলাকায়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় নিজ বাড়িতে তিনি মারা যান।
খিজিম উদ্দিন আহমেদের বয়স হয়েছিল ৯১ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন মেয়ে ও পাঁচ ছেলে রেখে গেছেন। আজ বুধবার বাদ জোহর জানাজা শেষে খিজিম উদ্দিন আহমেদকে নিজ এলাকায় কমলাপুর জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়।
খিজিম উদ্দিন আহমেদ পঞ্চগড় চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও পঞ্চগড় সদর সাবরেজিস্ট্রারের কার্যালয়ের অবসরপ্রাপ্ত দলিল লেখক ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে দৈনিক দেশ মা পরিবার।