প্রযুক্তি নির্ভর বিশ্বে এআই ও ডিজিটাল দক্ষতা অর্জন সময়ের দাবি: হাবিপ্রবি ভিসি

দিনাজপুর প্রতিনিধি
আন্তর্জাতিক যুব দক্ষতা দিবস ২০২৫ উপলক্ষে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী সেমিনার ও সচেতনতামূলক ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচি। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ড. কুদরত এ খোদা ভবনে গ্রীন ভয়েস এবং এইচএসটিইউ মুনা’ সহযোগিতায় ক্যারিয়ার হাব – পাওয়ার্ড বাই ব্র্যাক আয়োজিত ‘এআই এবং ‘ডিজিটাল দক্ষতার মাধ্যমে যুব ক্ষমতায়ন’ শীর্ষক সেমিনারটিতে তরুণদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান, সক্ষমতা ও প্রযুক্তি বিষয়ে সচেতনতা তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. এনামউল্যা। তিনি বলেন, এই ধরনের আয়োজনে তরুণরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হবে। প্রযুক্তিনির্ভর বিশ্বে এআই ও ডিজিটাল দক্ষতা অর্জন সময়ের দাবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শফিকুল ইসলাম শিকদার, ট্রেজারার প্রফেসর ড. মো. জাহাঙ্গীর কবির, স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাডভাইজরি ডিভিশনের প্রধান প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (অও) ও ডিজিটাল স্কিল ছাড়া প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। তরুণরা যদি এই দক্ষতা অর্জন করতে পারে, তবে তারা শুধু নিজেদের উন্নত করতে পারবে না, বরং দেশকেও এগিয়ে নিয়ে যাবে।”
অনুষ্ঠানে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর ম্যানেজার (প্রোজেক্ট কো-অর্ডিনেশন ইউনিট) ও ক্যারিয়ার হাব ফোকাল মো. রায়হান চৌধুরী বলেন, আন্তর্জাতিক যুব দক্ষতা দিবস শুধু একটি দিন উদযাপনের বিষয় নয়, বরং এটি একটি প্রতিশ্রুতি—যেখানে যুবসমাজকে যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলার অঙ্গীকার করা হয়। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে তরুণদের শ্রমবাজারের জন্য প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ উঠে আসে তাঁর বক্তব্যে।
রায়হান চৌধুরী তাঁর বক্তব্যে আরও উল্লেখ করে তিনি বলেন, ক্যারিয়ার হাব, ব্র্যাকের একটি উদ্ভাবনী প্ল্যাটফর্ম হিসেবে তরুণ গ্র্যাজুয়েটদের জন্য ৩৬০ ডিগ্রি ক্যারিয়ার সল্যুশন প্রদান করছে। এই উদ্যোগের মাধ্যমে প্রযুক্তি-ভিত্তিক দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে তারা।
সেমিনার শেষে আয়োজন করা হয় একটি ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, টিএসসি, ক্যাফেটেরিয়া ও ড. কুদরাত-এ-খুদা ভবন চত্বর পরিচ্ছন্ন করে “ক্লিন ক্যাম্পাস” ঘোষণা দেওয়া হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা পরিবেশ সচেতনতাও তুলে ধরেন