প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলোনা রাজেশের

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলোনা রাজেশ চন্দ্র (১৮) নামের এক ছাত্রের। বাড়ি ফেরার পথে সড়কেই ঝরে তার প্রাণ।
আজ শনিবার বিকেলে পীরগঞ্জ থেকে প্রাইভেট পড়া শেষ করে বাড়িতে ফেরার পথে রংপুর-ঢাকা মহাসড়কের আংরার ব্রীজ নামক স্থানে অটো রাইস মিলের সামনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় সে। সে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উজিরপুর গ্রামের মাঝি পাড়ার মুকুল চন্দ্রের বড় ছেলে এবং পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।