মঙ্গলবার, ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে খানসামায় মানববন্ধন ও স্মারকলিপি

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
‘জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ এই স্লোগানে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিতের দাবিতে দিনাজপুরের খানসামায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা কিন্ডারগার্টেন সোসাইটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালক অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
টংগুয়া শিশু কানন বিদ্যানিকেতনের পরিচালক তফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং খানসামা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মেরিট ক্রিয়েটিভ রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যক্ষ আ স ম গোলাম কিবরিয়া জেহাদসহ
উপজেলার অন্তত ২৪টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালকরা।
বক্তারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে জুলাই আন্দোলনে মানুষ তাজা রক্ত দিয়েছেন। অথচ আজও শিক্ষাক্ষেত্রে বৈষম্য বিরাজ করছে। কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত রাখা ন্যায়সংগত নয়। মেধার ভিত্তিতে সকল শিক্ষার্থীর সমান অংশগ্রহণ নিশ্চিত যৌক্তিক দাবি।

Share This