রবিবার, ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রায় ৪ মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

হিলি প্রতিনিধি
দেশের চালের দাম বৃদ্ধি পাওয়ায় প্রায় ৪ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। মেসার্স মিঠুন কুমার শাহ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৩টি ট্রাকে ১২৫.৯৪৪ মেঃ টন চাল আমদানি করেছেন।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ভারত থেকে চাল বোঝাই তিনটি ট্রাকে এসব চাল আমদানি করা হয়েছে।
হিলি স্থলবন্দরের সি এন্ড এফ এজেন্ট মেসার্স জয়নাল আবেদীন এর প্রতিনিধি আজমল হোসেন রোজ বলেন, দেশের বাজারে চালের দাম বৃদ্ধি হওয়ায় সরকার ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিভিন্ন আমদানি কারকদের মাধ্যমে ২৫ লাখ টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। তারই ফল সরুপ নওগাঁর আমদানি কারক মিঠুন কুমার সাহার ভারতীয় তিনটি ট্রাকে ১২৫.৯৪৪ টন চাল হিলি বন্দরে প্রবেশ করেছে। তবে চালের শুল্ক মূল্য কাস্টমস সার্ভারে এখনো দেখা যাচ্ছে না। আমার ধারণা পূর্বের ন্যায় ২% হারে হবে হয়তো।
চাল আমদানির বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, প্রায় ৪ মাস বন্ধের পর চাল আমদানি শুরু হয়েছে। এই আমদানির শুরুর ফলে বন্দরে ফিরবে শ্রমিকদের কর্মপ্রাঞ্চলতা। সেই সাথে বাজারে চালের দাম কমে আসবে বলে আমি মনে করি।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর মাসে চাল আমদানি শুরু হয়ে বন্ধ হয়ে যায় ২০২৫ সালের ১৫ই এপ্রিল। প্রায় ৪ মাস বন্ধের পর আজ থেকে আবারো আমদানি শুরু হয়েছে।

Share This