সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রেমের বিয়ের ১২ দিন পর জানলেন স্ত্রী আসলে পুরুষ

দেশ মা ডেস্ক

ভালোবেসে বিয়ে করেছিলেন, তবে বিয়ের পর স্বামী জানতে পারেন প্রিয় মানুষটি নারীই নয়, পুরুষ। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ঘটেছে এই ঘটনা।

সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, ২৬ বছর বয়সী ওই যুবক আদিন্দা কানজা নামে এক নারীকে বিয়ে করেন। সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের পর তারা দেখা করেন।

ভুক্তভোগী যুবক জানান, কানজা বিয়ের আগে থেকেই পর্দা করতেন। সবসময় মুখ শরীর ঢেকে রাখতেন। তার এইধর্মভীরুতায় মুগ্ধ হয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি।বিয়েতে রাজিও হন কানজা। তবে জানান, বিয়েতে তার পরিবারের কেউ আসতে পারবেন না। কোনো স্বজনই বেঁচে নেই তার। এভাবে বিয়েও হয়ে যায়। তবে বিয়ের পর শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে স্বামীর কাছ থেকে দূরে থাকছিলেন কানজা। পরে ওই যুবকের সন্দেহ হলে ভালো মতো খোঁজ খবর নেওয়া শুরু করেন। একটা সময় আবিষ্কার করেন তা স্ত্রী আসলে একজন পুরুষ।

বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ করার পর কানজাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি আসলে পুরুষ। একটি মেয়েলি কণ্ঠ তার। ছাড়া নারীরা অভিনয় ভালো পারেন বলে তার স্বামী ধোঁকা খেয়েছেন। পুলিশের ধারণা, বিয়ে করে স্বামীর টাকাপয়সা নিয়ে পালানোর পরিকল্পনা ছিল কানজার।

Share This

COMMENTS