সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

 


গাইবান্ধা প্রতিনিধি

যুদ্ধবিরতি অগ্রাহ্য করে ফিলিস্তিনের ঘুমন্ত নিরস্ত্র মানুষের উপর মার্কিন-ইসরায়েল সাম্রাজ্যবাদী শক্তির বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে সদর উপজেলার দারিয়াপুর বন্দরে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।

দারিয়াপুর অঞ্চল শাখার সংগঠক ধনঞ্জয় কুমার নীহারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাস, সাধারণ সমপাদক রাহেলা সিদ্দিকা, কামরুল হাসান বসুনিয়া, মোখলেছুর রহমান, কল্লোল কুমার বর্মন, তাসিফ আহমেদ, জিহাদ হোসেন প্রমুখ। এর আগে নেতৃবৃন্দ ইসরায়েলের প্রধানমন্ত্রী ‘বেনিয়ামিন নেতানিয়াহু’র কুশপুত্তলিকা দাহ করেন।

Share This