ফুটবল খেলা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দর্শক
খানসামা প্রতিনিধি
দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সুশিল পাল (৪২) নামে এক জনের মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেল চালক ও আরেক আরোহী আহত হন। আজ শনিবার বিকেলে উপজেলার খানসামা বাজারের সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের বৈরাগী বাজার এলাকার বড়হাট গ্রামের মৃত হেলপা পালের ছেলে। আহতরা হলেন, ওই এলাকার মৃত আব্দুল গনির ছেলে আব্দুল লতিফ ও মৃত পরমউদ্দিনের ছেলে এমদাদুল।
জানা যায়, ট্রাক ও মোটরসাইকেলের দুজনই টেক্সটাইলগামী মোটরসাইকেলটি ক্রসিং এর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের মাঝখানে পড়ে যায়। এ সময় গুরুতর আহত হন সুশিল পাল। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আহত মোটরসাইকেল চালক আব্দুল লতিফ বলেন, আমরা তিনজন এক মোটরসাইকেল করে খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠের ফুটবল ফাইনাল খেলা দেখতে যাচ্ছিলাম পথিমধ্যে আমাদের সামনে একটি মোটরসাইকেল ও অটো দেখতে পাই। এরপর আমি গাড়ি ব্রেক করতে রাস্তার সাইডে থাকা বালুতে স্লিপ করে ট্রাকের মাঝখানে আমরা পরে যাই। এতে আমরা সকলে আহত হই। স্থানীয়রা আমাদের উদ্ধার করে। সুশীলের অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, এ বিষয়ে পুলিশি তদন্ত কার্যক্রম চলছে। ট্রাকের গাড়ি চালক ও হেলপার আটক আছে। অভিযোগ পাওয়া মাত্রই নিয়মিত মামলা রুজু করা হবে।