ফুলবাড়ীকে ফুলের রুপ দিতে উপজেলা পরিষদে ফুলের বাগান
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের প্রসিদ্ধ উপজেলা ফুলবাড়ী। জনশ্রুতি আছে এক সময় ফুলের সমাহার ছিল এই উপজেলায়। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে গেছে সেই খ্যাতি। নামের সাথে হারানো সেই খ্যাতি ফুটিয়ে তুলতে উপজেলা পরিষদে এক নয়নাভিরাম ফুলের বাগান তৈরি করা করা হয়েছে। ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল এর পরিকল্পনা ও বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে এ ফুলের বাগানটি তৈরি করা হয়।
গত এক মাস ধরে ফুলবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তার সার্বিক তত্বাবধায়নে ফুলের বাগানটি তৈরি করার পর গত ২১ নভেম্বর অনুষ্ঠানিকভাবে বাগানটি উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
দৃষ্টি নন্দন বাগানটিতে নানান রঙের ফুল নজর কাঁড়ছে উপজেলা পরিষদে সেবা নিতে আসা জনসাধারণের। ফুলবাড়ী উপজেলার সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠান নিজ দায়িত্বে এমন উদ্যোগ নিলে হয়ত ফুলবাড়ী সত্যিই ফুলে ফুলে ভরে উঠবে। ফিরে পাবে হারানো গৌরব। সার্থক ফুলবাড়ী নামটি। এমনটিই ভাবছেন সচেতন মহল।