ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন তারা। এরপর উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ শিক্ষক নাজিম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় আযোজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ্ তমাল। এছাড়াও বক্তব্য রাখেন, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, শামিম ইসলাম প্রমুখ।
বক্তারা দুর্নীতির ক্ষতিকর প্রভাব তুলে ধরে এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভা শেষে দুর্নীতি প্রতিরোধে অঙ্গীকার গ্রহণ করেন উপস্থিত সকলে।