সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
“অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বির্নিমাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক এবং জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে প্রশাসনিক দপ্তরের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামানসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং নানা বয়সের প্রতিবন্ধি নারী-পুরুষ।

Share This