নিজস্ব প্রতিবেদক
বর্বর ইসরাইলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের গণহত্যা ও ফিলিস্তিন ভূখন্ড ধ্বংস স্তুপে পরিণত করার প্রতিবাদে ফুলবাড়ীতে দলমত নির্বিশেষে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। সোমবার (৭এপ্রিল) আছরের নামাজের পর তৌহিদী জনতার ব্যানারে পৌর শহরের নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিক্ষোভ মিছিল শুরু হলে রাস্তায় নামে শত শত মানুষ।
ফুলবাড়ীর তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত মিছিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করেন। এসময় তারা ইসরাইল বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলে অংশ নেয়া অনেকের মাথায় কালেমা লেখা পট্টি ও ফিলিস্তিনের পতাকা, হাতে ফিলিস্তিনের ও বাংলাদেশের পতাকাসহ ইসরাইল, জাতিসংঘ ও মুসলিম বিশ্বকে উদ্দেশ্য করে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। এসময় নিমতলা মোড়ে বায়তুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সড়কে বর্বর ইসরাইলের পতাকা অঙ্কন করে তা পদদলিত করার আহ্বান জানানো হয়। মিছিল শেষে একই স্থানে ইসরাইলি যুদ্ধবাজ ও গণহত্যাকারী নেতানিয়াহুর কুশ পৌত্তিলিকা দাহ করা হয়।
এর আগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিক আল আমিন বিন আমজাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কানাহার মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু মুসা মোহাম্মদ, আঞ্জুমানে ইত্তেহাদুল উলামার সাধারণ সম্পাদক মুফতি নাজিবুল্লা, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী একাডেমীর মহাপরিচালক মুফতি তোফায়েল আহমদ, ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মানিক মন্ডল, ফুলবাড়ী সিটি প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তাজমিলুর রহমান নয়ন, ইসলামী আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসেন, জামায়াতে ইসলামী ফুলবাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোজাহিদুল ইসলাম, খিলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সভাপতি হাফেজ জাকি হাবিব, ফুলবাড়ী উপজেলা ছাত্র শিবিরের সভাপতি তানভীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা ইসরাইলসহ ভারত, চীন, মিয়ানমারে নির্যাতিত মুসলমানদের রক্ষায় মুসলিম বিশ্বকে একত্রিত হয়ে জোড়ালো পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জাননো হয়।