সোমবার, ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে ইসরাইল বিরোধী বিক্ষোভ নিয়ে ফেসবুকে কটুক্তি, আটক ১

নিজস্ব প্রদিবেদক
দিনাজপুরে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির রেষ কাটতে না কাটতেই এবার ফুলবাড়ীতে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ডাকা বিক্ষোভ মিছিল নিয়ে বিরুপ মন্তব্য করায় তৌহিদী জনতার তোপের মুখে রতন কুমার রায় (৪৪) নামের একজনকে আটক করেছে যৌথবাহিনী। আজ সোমবার রাত ৮টায় পৌর এলাকার কালীবাড়ী এলাকা থেকে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী তাকে আটক করে।
আটক রতন কুমার রায় (৪৪) পৌর এলাকার কাটাবাড়ী গ্রামের মৃত রনজিৎ রায়ের ছেলে। তিনি পেশায় কৃষিকাজ করেন বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ফুলবাড়ীর তৌহিদী জনতা ইসরাইলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিক্ষোভ মিছিলের ব্যানারের ছবি দিয়ে মিছিলে অংশগ্রহণের আহ্বান জানান অনেকে। সাংবাদিক আল আমিন বিন আমজাদের আইডি থেকে এমন একটি পোষ্ট করলে সেখানে রতন কুমার রায় বিরুপ মন্তব্য করেন। মিছিলে অংশগ্রহণের আহ্বানের মন্তব্যে তিনি লিখেন,“আমার সন্দেহ হচ্ছে তোমাদের কারণে এই সোনার বাংলা গাজায় পরিণত হয় কিনা।” এ মন্তব্যের পর ফুঁসে ওঠে ছাত্র জনতা। বিক্ষোভ মিছিল শেষে রাত ৮টায় তাকে ফুলবাড়ীর কালীবাড়ী বাজার এলাকায় আটক করে বিক্ষুব্ধ তৌহিদী জনতা। অনাকাঙ্খীত ঘটনা এড়াতে ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মানিক মন্ডল তাকে নিজের হেফাজতে নেন। পরে যৌথবাহিনীর সদস্যরা তাকে আটক করে থানায় নিয়ে আসে।
আল আমিন বিন আমজাদ বলেন, আমার বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো পোষ্টে রতন কুমার রায় বিরুপ মন্তব্য করলে তৌহিদী জনতা তাকে আটক করে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আমরা থানা পুলিশের সহায়তা নেই।
ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মানিক মন্ডল বলেন, ফেসবুকে বিরুপ মন্তব্য করায় বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে তাকে আমার দোকান ঘরে আশ্রয় দেই। পরে সেখান থেকে যৌথবাহিনী তাকে আটক করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, খবর পেয়ে যৌথবাহিনী তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share This