সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাওয়ালী সন্ধ্যা


নিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শিবনগর ইউপির চক্কবীর মীর পাড়ায় সামাজিক সংগঠন প্রজন্ম ৭১ এর আয়োজনে ইসলামী ভাবধারায় এ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
গ্রামীণফোনের প্রকৌশলী সৈয়দ আহমেদ কবিরের সভাপতিত্বে ও প্রজন্ম একাত্তরের সেক্রেটারি সৈয়দ মাহাবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নওশের ওয়ান। আমন্ত্রীত অতিথি হিসেবে ছিলেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং শিবনগর ইউপি চেয়ারম্যান ছামেদুল ইসলাম, জেলা জামায়াতের ইউনিট সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনজুরুল কাদের বাবু, উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সাবেক ছাত্রনেতা বেলাল উদ্দিন ডেভিড, সমাজসেবক মাসুদ রানা প্রমুখ।
সাবেক ছাত্রনেতা জুয়েল রানা’র সহযোগিতায় এতে ইসলামী সাংস্কৃতিক গান, অভিনয়, কৌতুক ও কাওয়ালী পরিবেশন করেন রংপুর থেকে আগত অঙ্গিকার শিল্পীগোষ্ঠী ও রঙ্গণ শিল্পীগোষ্ঠী।
প্রচলিত গান বাজনা ও অশ্লিলতার পরিবর্তে ইসলামী ভাবধারায় মনোমুগ্ধকর অনুষ্ঠানে আগত দর্শকদের উপস্থিতি ব্যাপক সাড়া ফেলে। ব্যতিক্রম এমন আয়োজনে প্রশংসায় ভাসছে সামাজিক সংগঠন প্রজন্ম একাত্তর।

Share This