ফুলবাড়ীতে উপজেলা আ.লীগ সভাপতি ও সাবেক মন্ত্রীর ভাই গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু বককর সিদ্দিক জুয়েলকে মারপিটের মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক সরকার এবং উপজেলা যুব লীগের সাবেক সভাপতি খাজা মঈনুদ্দিনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আজ রোববার বেলা সাড়ে ১২টায় সুজাপুর গ্রামের টিটির মোড় এলাকায় অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক সরকারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অপরদিকে এর আগে গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে উপজেলার রাজারামপুর ফকিরপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মরহুম এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজারের ছোট ভাই উপজেলা যুব লীগের সাবেক সভাপতি খাজা মঈনুদ্দিনকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত এনামুল হক সরকার পৌর শহরের সুজাপুর গ্রামের মৃত তফিল উদ্দিন এর ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি। অপর ব্যক্তি খাঁজা মঈনুদ্দিন উপজেলার এলুয়াড়ী ইউনয়নের জামগ্রামের মৃত মোবারক হোসেন এর ছেলে এবং সাবেক মন্ত্রী মরহুম এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজারের ছোট ভাই। সেই সাথে তিনি উপজেলা যুব লীগের সাবেক সভাপতি। এসব বিষয় নিশ্চিত করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ২১ অক্টোবর রাতে উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরী মোড়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক জুয়েলের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় পরদিন স্বেচ্ছাসেবক দল নেতার বাবা রুহুল আমিন বাদী হয়ে হামলার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানিক রতনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়। সেই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতার উপর হামলার ঘটনায় তদন্তে তাদের সম্পৃক্ততা পাওয়ায়, তদন্তপ্রাপ্ত আসামী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও যুব লীগের সাবেক সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। রোবাবার দুপুরে তাদেরকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।