শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে এই প্রথম বোল্লাকালী মন্দিরে জি.আর চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে শ্রী শ্রী বোল্লাকালী পুজা উদযাপন উপলক্ষে আগত ভক্তবৃন্দের মাঝে অন্নভোগ বিতরণের নিমিত্তে ২টি বোল্লাকালী মন্দিরে জি.আর চাল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী বারাই শ্রী শ্রী বোল্লাকালী মন্দির ও রাঙামাটি শ্রী শ্রী বোল্লাকালী মন্দিরের সভাপতিকে আবেদনের প্রেক্ষিতে ৫শ কেজি করে জি.আর চাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা পুজা উদযাপন পরিষদের আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত, বারাই শ্রী শ্রী বোল্লাকালী মন্দিরের সভাপতি উজ্জ্বল রায়, রাঙামাটি শ্রী শ্রী বোল্লাকালী মন্দিরের সভাপতি পরিতোষ চন্দ্র রায় প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা এই দুটি মন্দিরে প্রতিবারের মত রাস পূর্ণিমার পরের শুক্রবার অর্থাৎ আগামীকাল শুক্রবার থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বোল্লাকালী পুজা অর্চনা, প্রার্থনা সভা ও বৌ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পুজায় হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে। উপজেলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রথম বোল্লাকালী মন্দিরে জিআর চাল বিতরণ করা হল। এতে ভক্ত অনুরাগীরা সন্তুষ্টি প্রকাশ করেন।

Share This