ফুলবাড়ীতে একদিনে ৫৬ হাজার বৃক্ষ রোপণ

নিজস্ব প্রতিবেদক
জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় একদিনে ৫৬ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।
আজ শনিবার সকাল থেকে দিনব্যাপি দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও দিকনির্দেশনায় বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( দিনাজপুর নেজারত শাখা, ট্রেজারি শাখা, কল্যাণ শাখা, প্রটোকল) অভ্র জ্যোতি বড়াল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, খাদ্য কর্মকর্তা সোহেল আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী সোহানুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফুল হুদা চৌধুরী লিমন, বন কর্মকর্তা শহিদুর রহমান, আনসাার ভিডিপি কর্মকর্তা রিতা রায় প্রমুখ।
উপস্থিত সকল কর্মকর্তারা উপজেলা পরিষদের পুকুর পাড়ে একযোগে গাছের চারা রোপণ করেন। এরপর রাস্তার ধারে, কবরস্থানসহ ফাঁকা জায়গায় গাছের চারা রোপণ করা হয়।
এছাড়াও উপজেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলার পৌর এলাকাসহ ৭টি ইউনিয়ন পরিষদে ৭ হাজার করে মোট ৫৬ হাজার গাছের চারা রোপণের জন্য বিতরণ করা হয়।
উল্লেখ্য দিনাজপুর জেলা প্রশাসনের নির্দেশনায় জেলার ১০৩ টি ইউনিয়ন, ৯ টি পৌরসভায় দিন ব্যাপী ৮ লক্ষ গাছের চারা রোপণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী বলেন, দিনাজপুর জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় নিজস্ব উদ্যোগে পুরো জেলায় ৮ লক্ষ গাছের চারা এবং ফুলবাড়ী উপজেলায় ৫৬হাজার গাছের চারা রোপণ করছি। এর মধ্যে বিভিন্ন কাষ্ঠল, ফলদ, ঔষধি ও সৌন্দর্য্য বর্ধনের গাছসহ ৩২ প্রকারের গাছ রয়েছে। ক্রমাগত পরিবেশ সুষ্ক হয়ে উঠছে, পরিবেশের ভারসম্য রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। আমরা গাছ ছাড়া আমাদের অস্তিত্ব কল্পনা করতে পারিনা। আমাদের প্রকৃতি ও জীবন যাত্রা ক্রমশই অসহনীয় হয়ে উঠছে, প্রকৃতি রক্ষা সহ জীবন যাপনে বেশী বেশী গাছ লাগানো প্রয়োজন।