বুধবার, ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে এসইডিপি প্রকল্পের আওতায় মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন “পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)” প্রকল্পের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দীন আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. শামসুজ্জামান এবং জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার রঞ্জন রায়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহানুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রী।
পরে অতিথিবৃন্দ ফুলবাড়ী উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধমিক ২০২২ ও ২০২৩ সালের পরীক্ষার্থীদের মাঝে নির্বাচিত ৩২ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানের শেষাংশে বক্তারা বলেন, দেশের অগ্রগতির অন্যতম নিয়ামক হলো শিক্ষিত ও দক্ষ জনশক্তি। তাই শিক্ষা খাতে এমন উদ্যোগ প্রশংসনীয় ও প্রয়োজনীয়।

Share This