মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে কবরস্থানের জায়গা নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১

পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

 

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে কবরস্থানের জায়গা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আনাওয়ারুল নামে এক ব্যক্তি আহত হয়েছে।
আজ রোববার দুপুরে পৌর এলাকার পূর্বগৌরীপাড়া গ্রামের কবরস্থান কমিটির সদস্যরা কবরস্থানসহ কবরস্থানের সংলগ্ন পুকুরপাড়ে ঘেরাবেড়া দিতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন।
আহত অবস্থায় আনোয়ারুল ইসলামকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে আহত আনোয়ারুল ইসলাম দাবি করে বলেন, কবরস্থান কমিটি কবরস্থান ঘেরা দেয়ার কথা বলে, ওই কবরস্থানে সাথে থাকা তার নিজনামীয় পুকুর ও পুকুরপাড়ে তার ভাই মরহুম কামরুজ্জামানের এতিম মেয়ের জায়গায় ঘেরাবেড়া দেয়। এতে সে বাঁধা দিতে গেলে তার উপর হামলা করে।
অপর দিকে আনোয়ারুলের উপর হামলার কথা অস্বীকার করে কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম জুয়েল বলেন, আনোয়ারুলের উপর কেউ হামলা করেনি, সে পড়ে গিয়ে আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার পূর্বগৌরীপাড়া গ্রামের বুড়াদিঘির কবরস্থানের জায়গার মালিকানা নিয়ে, ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আনোয়ারুলের সাথে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছে পূর্ব গৌরীপাড়া কবরস্থান কমিটির। রোববার সকালে কমিটির সদস্যরা কবরস্থানসহ কবরস্থানের সংলগ পুকুরপাড়ে ঘেরাবেড়া দিতে গেলে দুপক্ষের বাকবতন্ডার এক পর্যায়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
কবরস্থান কমিটির উপদেষ্টা আলতাব হোসেন বলেন, কবরস্থানের এই জায়গাটি মুসলিম জনসাধারনের ব্যবহারের জন্য তৎকালিন জমিদার দিয়ে গেছে। কিন্তু মৃত আব্দুল জব্বার পরবর্তীতে কাগজপত্র সৃষ্টি করে নিজের বলে দাবি করায় এই বিরোধ সৃষ্টি হয়েছে।
অপরদিকে আনোয়ারুল ইসলাম বলেন, এই জমি তার পিতা জমিদারের কাছ থেকে হুকুম দখলের মাধ্যমে খরিদ করে নিজ নামে খাজনা-খারিজ রেকর্ড করেছে। তিনি বলেন, পুকুরের পূর্ব ও দক্ষিণ পাশে তারা কবরস্থানের জন্য ছেড়ে দিয়েছেন কিন্তু কবরস্থান পরিচালনা কমিটি পুকুরের সবদিক দখল করার চেষ্টা করছে, এতে বিরোধ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে এবং বিরোধপূর্ণ জায়গায় সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। এরপর উভায় পক্ষের সাথে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়াহবে।

Share This