বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে কেন্দ্রীয় কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী দীর্ঘদিন সংস্কার না করায় অযত্নে অবহেলায় পুুকুরের পাড় ভেঙ্গে কেন্দ্রীয় কবরস্থান আজ বিলীনের পথে। বিভিন্ন সময় মৌখিকভাবে এ বিষয়ে দাবি তুললেও তার কোন প্রতিকার না হওয়ায় কবরস্থান ধ্বংসের হাত থেকে রক্ষা, অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
আজ শনিবার সকাল ১০টায় স্থানীয় নিমতলা মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহা সড়কের পাশে ব্যানার ফেষ্টুন হাতে দাঁড়িয়ে ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে পৌর এলাকার কেন্দ্রীয় কানাহার কবরস্থানটি রক্ষাসহ সংস্কারের দাবিতে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন তারা। এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক হামিদুল হক।
ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির যুগ্ম সদস্য সচিব সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সহ-সভাপতি মমতাজ আলী চৌধুরী, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহাজান মন্ডল, ব্যবসায়ী সমিতির আহ্বায়ক এমএ আব্দুল কাইয়ুম, সাবেক প্যানেল মেয়র নুরজ্জামান জামান, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, সম্মিলিত নাগরিক সমাজের সদস্য সচিব হারুন উর রশীদ, স্থানীয় বাসিন্দা মেহের আলী, আব্দুস সাত্তার মন্ডল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ফুলবাড়ী পৌর এলাকার শতবছরের পুরনো কেন্দ্রীয় কানাহার কবরস্থান। এখানে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড সহ উপজেলায় বিভিন্ন এলাকার মৃতদেহ দাফন করা হয়। সেখানে আমাদের বাপ, দাদাসহ পূর্বপুরুষদের কবর রয়েছে। অযত্ন অবহেলায় কবরস্থানের পুুকুরের পানির ঢেউয়ে দিনদিন পাড় ভেঙ্গে কবর গুলো বিলীন হয়ে যাচ্ছে। বর্তমানে কবরস্থানটিতে কবর দেওয়ার জায়গা সংকট দেখা দিয়েছে। গাইডওয়াল নির্মান করে কবর গুলো রক্ষা জরুরী। কবরস্থানের পূর্বপাড় দখল করে যেসব বসতবাড়ি গড়ে উঠেছে, পুনর্বাসনের ব্যবস্থা করে সেগুলো উচ্ছেদ করতে হবে। বক্তারা কবরস্থানটি রক্ষাসহ সংস্কারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। মানববন্ধনে এলাকার শতশত মানুষ অংশগ্রহণ করেন।
বিষয়টি নিয়ে কথা বললে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসাহাক আলী বলেন, কানাহার কবরস্থানটি সংস্কারের বিষয় নিয়ে বেশকিছু দিন ধরে স্থানীয়রা দাবি তুলেছেন, এ নিয়ে তাদের সাথে কথা হচ্ছে। এর আগে বিগত মেয়র মহোদয় বিষয়টি নিয়ে মিনিষ্ট্রিতে চেষ্টা করেছেন। আমরাও বিষয়টি নিয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
উল্লেখ্য, ফুলবাড়ী পৌর এলাকার কানাহার মৌজায় ১৬.৬ একর জমিতে ওই কবরস্থানটি। তার মধ্যে ৯.৪৩ একর কানাহার পুকুরের জলাশয় এবং ৭.১৭ একর পুকুরের পাড়। ওই পাড়ের দক্ষিণ ও উত্তর পাড়ে কবরস্থান। পশ্চিম পাড়ে ঈদগাহ মাঠ ও পূর্ব পাড়ে ভূমিহীনদের বস্তি। পুকুরের পাড় ভেঙ্গে শুধু কবরস্থান নয় ঈদগাহ মাঠটিও বিলীন হতে চলেছে। তাই কবরস্থান রক্ষাসহ সংস্কারের জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Share This