শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপকার ভোগীদের মাঝে ৪শ ছাগল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে দিনাজপুরের ফুলবাড়ীতে প্রায় ৪শ ছাগল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে ১৯৬ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে এই ছাগল বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণ করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসহাক আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার  ‍মুহিব্বুল, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হোসেন জানান, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবন উন্নয়নে উপজেলার ১৯৬ জনকে দুটি করে মোট ৩৯২টি ছাগল প্রদান করা হয়েছে।
ছাগলগুলোকে যাচাই-বাছাই করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, ১৪ দিনের মধ্যে কোন ছাগল যদি অসুস্থ হয় বা মারা যায় সেগুলো পরিবর্তন করে দেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসহাক আলী বলেন, সরকার প্রদত্ত এই ছাগলগুলো বিক্রয় বা জবাই করা যাবে না। এগুলো লালন-পালন করে ছাগলের বংশবৃদ্ধি করতে হবে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This