নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে গণমানুষের রাজনৈতিক দল গণসংহতি আন্দোলনের উপজেলা শাখার অফিস উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যা ৭টায় পৌর শহরের নিমতলা মোড়ে চেয়ারম্যান মার্কেটে এই অফিস উদ্বোধন হয়।
গণসংহতি আন্দোলন এর ফুলবাড়ী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল মুত্তালিব পাপ্পুর সভাপতিত্বে শাখা কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলির সদস্য নাজার আহমেদ, তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, দিনাজপুর জেলা গণসংহতি আন্দোলনের সংগঠক অ্যাডভোকেট সুলতান মাহমুদ শিশির, উপজেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক মাহমুদ হাসান বাবুসহ গণসংহতি আন্দোলনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও শুভাকাঙ্খিগণ।
উল্লেখ্য, সমাজের অবহেলিত মানুষের পক্ষে যে কোন আন্দোলনে প্রতিনিয়ত ঝাঁপিয়ে পড়ায় মানুষের মনে জায়গা করে নিয়েছে সংগঠনটি। এ অফিস উদ্বোধনের মাধ্যমে উপজেলার মেহনতি মানুষের পাশে দাঁড়ানো আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।