নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে কামাল হোসেন পলাশ (৪৭) নামে এক ব্যক্তির গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার দুপুর দেড় টায় পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া (থানা পাড়া) গ্রামে তার নিজ বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত কামাল হোসেন পলাশ, ওই গ্রামের মৃত আব্দুল খালেক এর ছেলে।তিনি স্থানীয় একটি বাস কাউন্টারে টিকিট বিক্রয়ের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, আজ বুধবার দুপুর দেড়টার দিকে পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া (থানাপাড়া) গ্রামে কামাল হোসেন পলাশ এর বাড়িতে তার ছেলে আকিব শাহরিয়ার পলক (২৪), পাশের বাসা থেকে, তার বাবাকে দুপুরে খাবার দিতে গিয়ে দেখেন তার বাবা টিনের চালার বারান্দার বাসের সঙ্গে গলায় রশি দেয়া অবস্থায় ফাঁস নিয়ে ঝুলে আছে। এসময় সে চিৎকার করলে পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা কামাল হোসেন পলাশেকে ফাঁস থেকে নামায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনার স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসেন।
উল্লেখ্য নিহত কামাল হোসেন পলাশ, জীবদ্দশায় দুইটি বিয়ে করেন । প্রথম স্ত্রী মোছা. শাপলা আক্তার (৪০) এর ১ ছেলে মো. আকিব শাহরিয়ার পলক (২৪) ও দ্বিতীয় স্ত্রী মোছা. সাথী বেগম (৩৬) এর ২ ছেলে, মো. সাফিন (৮) ও মো. আদনান (৪)। প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর, দ্বিতীয় স্ত্রীর সাথে নিজ বসতবাড়িতে বসবাস করতেন । গত এক সপ্তাহ আগে দ্বিতীয় স্ত্রী সাথী
বেগম তার সাথে ঝগড়া করে দুই সন্তানসহ বাবার বাড়িতে চলে যান। তারপর থেকেই কামাল হোসেন পলাশ তার নিজ বাড়িতে একাই বসবাস করতেন । তার প্রথম স্ত্রী ও ছেলে পাশের বাসায় থাকেন ।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম খন্দকার মুহিব্বুল বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।