রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে ছাত্রদলের প্রাক্তন ও বর্তমান নেতৃবৃন্দের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলেরর সাবেক ও বর্তমান নেতৃবৃন্দর ঈদ পূর্নমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবর বিকেল ৪টা থেকে সন্ধা পযর্ন্ত ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ সভাকক্ষে উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মজিদ মন্ডল ও প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক সাবেক ভিপি নজমুল হক নাজিমসহ উপজেলা ছাত্রদলের যৌথ উদ্যোগে এই ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঈদ পূর্নমিলনী ও মতবিনিময় সভায় দলটির প্রাক্তন ও বর্তমান নেতৃবৃন্দ একত্রিত হয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলিত হন।

ঈদ পুর্নমিলনী ও মতবিনিময় সভায় ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ভিপি আব্দুল মজিদ মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব আলম মিলন ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকিউর রহমান চঞ্চলের যৌথ উপস্থাপনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি।

বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যান মাওঃ নবিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক সাবেক ভিপি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হক নাজিম, সাবেক ছাত্রনেতা পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, ফুলবাড়ী সরকারী কলেজের সাবেক ছাত্রনেতা সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন। এছাড়া বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক প্রভিপি সহকারী অধ্যাপক কায়ছার পারভেজ নান্নু, টিপু-দিপু পরিষদের ভিপি প্রার্থী টিপু সুলতান, জিএস প্রার্থী সৈয়দ আপেল মাহমুদ দিপু, সাবেক ছাত্রনেতা মাদিলা হাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহীদ, সাবেক ছাত্রনেতা চন্দ্রনাথ গুপ্ত চান্দা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, সাবেক সভাপতি আব্দুস ছালাম, সাবেক সাধারন সম্পাদক এনামুল হক, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহেন শাহ আলম মিঠু, ফুলবাড়ী সরকারী কলেজ শাখার সাবেক সভাপতি হারুন উর রশিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পাপ্পু, যুগ্ম আহবায়ক পাভেল আজাদসহ বিভিন্ন স্তরের সাবেক ও বর্তমান ছাত্রনেতৃবৃন্দগণ।

বক্তারা বলেন, ঈদ পুনর্মিলনী শুধু উৎসব নয়, বরং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তারা দলের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্বারোপ করেন।

সাবেক ছাত্রনেতা তারা বলেন, দলে নতুন ও পুরাতন নেতৃত্বের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনস্বার্থ রক্ষার আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Share This